ক্যাসিনোর দেশ মোনাকো | Online Casino Sanmarino country MONACO | যে দেশে সবাই ধনী | European Country | World Views |
#বিশ্বের_দ্বিতীয়_ক্ষুদ্রতম_দেশ_মোনাকো_সম্পর্কে_বিস্ময়কর_কিছু_তথ্য
প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানবো, পৃথিবীর এমন একটি ছোট দেশ সম্পর্কে-যেটি ক্যাসিনার জন্য বিখ্যাত। যে দেশটি পৃথিবীর সবচেয়ে ঘণবসতিপূর্ণ। যে দেশে কোনো গরীব মানুষ নেই। সরকারকে কোনো আয়করও দিতে হয় না। এক ঘণ্টা পায়ে হেটেই যে দেশটির পুরোটাই ঘুরে আসা যায়। অনেকেই হয়তো বুঝে গেছেন, আমি কোন দেশের কথা বলছি..? হ্যা- আমি পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকোর কথাই বলছি। তো আর দেরি না করে চলুন, েএই দেশটি সম্পর্কে জেনে আসি।
ইউরোপের দেশ মোনাকো। বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে মোনাকো। এর আয়তন মাত্র ১.৯৬ বর্গ কিলোমিটার। ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত মোনাকো নামের এই দেশটি শুধু আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ নয়, পৃথিবীর সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাষ্ট্রও বটে।
২ বর্গ কিলোমিটারেরও কম আয়তনের এই দেশটির জনসংখ্যা প্রায় ৩৬ হাজার। বাংলাদেশে প্রতি বর্গ কি.মিটারে যেখানে প্রায় ১২শ’ জন মানুষের বসবাস, সেখানে মোনাকোতে প্রতি বর্গকিলোমিটারে প্রায় ১৯ হাজার মানুষ বসবাস করেন। তাহলে বুঝতেই পারছেন, কত ঘনবসতিপূর্ণ এই দেশ?
ফ্রান্সের দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত মোনাকোর প্রধান প্রিন্স আলবার্ট। পর্যটন শিল্প দেশটির প্রধান চালিকা শক্তি। সরকারীভাবে রাজধানী না থাকলেও সবচেয়ে বিত্তশালী মণ্টি কার্লোকে মোনাকোর কেন্দ্র বলা হয়। এখানকার প্রধান আকর্ষণ কাসিনো বা জুয়াখেলার আখড়াগুলো। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় করেন এই মোনাকোতে। তাদের মূল আকর্ষন মণ্টি কার্লোর এই ক্যাসিনো। ক্যাসিনো খেলতে এখানে তাই দামী দামী গাড়ি নিয়ে এভাবে ভিড় করেন। অনেকে আবার লাইনেও দাড়িয়ে থাকেন।….
জুয়াখেলার অঙ্কের যে তত্ব প্রযোজ্য সেই প্রোবাবিলটি বা সম্ভাবনা তত্বের এক বিখ্যাত পদ্ধতির নাম মণ্টি কার্লো মেথড। পৃথিবীর যে কয়েকটি স্থানে ক্যাসিনো বা জুয়া খেলার জন্য বিখ্যাত, তার মধ্যে মোনাকোর বড় শহর মণ্টি কার্লো অন্যতম। অনেকের কাছে আবোর দেশটি ক্যাসিনোর দেশ হিসেবেও পরিচিত।
মোনাকো সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি,
আগেই বলেছি, মোনাকো পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। আয়তন মাত্র ২ বর্গকিলোমিটারের মতো। মোনাকোর চেয়ে ছোট আরেকটি দেশ রয়েছে, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। যার আয়তন আরো ছোট,০ দশমিক ৪৪ বর্গকিলোমিটার।
ফ্রান্সের একেবারে পাশেই মোনাকো নামক ছোট দেশটির অবস্থান। দেশটি এতো ছোট যে, পায়ে হেটে পুরো মোনাকো ঘুরতে সময় লাগে মাত্র এক ঘণ্টা। দেশটির তিনদিক থেকে ঘিরে রেখেছে ফ্রান্স এবং অন্য পাশেই রয়েছে ইতালির অবস্থান। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনমুগ্ধকর যে পৃথিবীর যে কোন প্রান্তের পর্যটকদের আকৃষ্ট করে দেশটি।
মোনাকোর সামরিক ক্ষমতা খুবই সীমিত। বিদেশী শক্তির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য দেশটি প্রায় সম্পূর্ণরূপে প্রতিবেশী ফ্রান্সের উপর নিভর্রশীল।
মোনাকোতে ফর্মুলা ওয়ান কার রেসিং খুবই জনপ্রিয়। এখানকার অধিকাংশ বাসিন্দারাই ধনী। তবে এদেশের মানুষদের কোন আয়কর দিতে হয় না।
পরিশেষে বলা যায় যে, জনগণের জীবনধারার প্রকৃতি ও প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশের কারণে আয়তনে ছোট হওয়ার পরেও মোনাকো পর্যটকদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। আর সত্যি বলতে কি মাত্র এক ঘন্টার কম সময়ে যে দেশের পুরোটা ঘুরে আসা সম্ভব সে দেশে আসতে পর্যটকদেরও উৎসাহের কমতিই বা থাকবে কেন?
প্রিয় বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারো আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভাল থাকুন। আর হ্যা, ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।